কালী কালেক্টিভ ও উড়ুক্কুর পক্ষ থেকে, কালীর ছাদে তিন দিনের আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি পর্যন্ত নানান কার্যকলাপে সাজানো হয়েছে কালীর ভাবনাঘরের ছাদ। আছে- যোগব্যায়াম, মেডিটেশন, দৈনন্দিন উপকরণের পুনঃব্যবহার, মাটি সংক্রান্ত কর্মশালা এবং ট্যাটু, থেরাপিউটিক মিউজিক সেশন, চলচ্চিত্র প্রদর্শনী। কর্মশালা এবং সেশনগুলোতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সব তথ্য এখানে দেয়া আছে। চলচ্চিত্র প্রদর্শনীতে নিবন্ধন করতে হবে না।
তাছাড়া তিন দিন-ই বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন শিল্পীদের তৈরি ছবির প্রিন্ট, বই, ছাপচিত্র, ব্যাগ ইত্যাদি এবং গাছের চারা বিক্রি হবে কালীর ছাদে।
দেখা হবে।